অনেক সময় আমাদের দরকারে জন্য আমরা অন্যের ফোন থেকে ফটোস ভিডিও বা ফাইল ট্রান্সফার করে থাকি।কিন্তু আপনারা হেডলাইন দেখে বুজতে পারছেন কোন প্রকার আপস ছাড়াই ট্রান্সফার করা যাবে।

এক ফোন থেকে আরেক ফোনে ফটো ভিডিও ফাইল ট্রান্সফারের জন্য অনেক আপস আছ যেমন SHAREit ,ShareMe ইত্যাদি। SHAREit এর মাধ্যমে অনেক সময়  ফটো ভিডিও ফাইল ট্রান্সফার করা গেলে মাঝে মাঝে অনেক ঝামেলা হয়।মনেকরেন করো ফোনে SHAREit আপস নাই বা ট্রান্সফারের সময় অনেক বিরক্তিকর আডস চলে আছে কিংবা ট্রান্সফার  অনের আস্তে আস্তে যাই ইত্যদি অনেক কারন থাকে।আবার I Phone থেকে অ্যান্ড্রেড ফোনে কোন কিছু  ট্রান্সফার করা যাই না। I Phone থেকে  I Phone ট্রান্সফার করতে হয়।

আপনারা ভাবুন তো যদি SHAREit আপস ছাড়াই ফটো ভিডিও ফাইল ট্রান্সফার করা যাই তাহলে কত না ভালো হত।তাই আপনার ফোনে SHAREit না রে্খে SHAREitএর ঝামেলা না করে ফটো ভিডিও ফাইল ট্রান্সফার করার খুবি ভালো একটি মাধ্যম গুগল নিয়িয়ে এসেছে ।চলুন নিচে এর কার্যক্রম যানা যাক

প্রথমে যে ফোন থেকে অন্য ফোনে ফটো ভিডিও ফাইল ট্রান্সফার করবেন সে ২টি ফোনকে একই Wifi সংযুক্ত করতে হবে ।বা একটি ফোনের Hotspot on করে অন্য ফোনটিকে Wifi সংযুক্ত করতে হবে ।Wifi কানেকশন করা হয়ে গেলে আপনার ফোনের যে কোন একটি ব্রাউজার বা গুগল ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ।সেখানে গিয়ে সার্চ করবেন www.snapdrop.net ২টি ফোন একই ওয়েবসাইড ব্রাউজ করবেন।২টি ডিভাইস Wifi কানেশান থাকার করনে ডিভাইস ২টি ওটোমেটিক কানেকশান হয়ে যাবে। তারপরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন








এর পরে উপরের অপসন থেকে ফটো ভিডিও ফাইল chooes করে পাঠাতে পারবেন।এবং অনেক দ্রুততার সাথে তা গুগল এর মাধ্যমে  ট্রান্সফার  হয়ে যাবে ।(আপনার কোন MB অপচয় হবে না)

এর পরে  ফটো ভিডিও ফাইল ট্রান্সফার  হয়ে গেলেdownload লেখা আসবে download চাপ দিবেন ।এর পর যদি আপনার ফোটো হয় তাহলে গ্ল্যারি download অপশনে পাবেন এবং ভিডিও হলে ফাইল ম্যানেজারে গিয়ে download পাবেন।