‘পে বিল’ সার্ভিস-এর মাধ্যমে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করুন আপনার সুবিধামতো, যেকোনো সময়।

বর্তমানে  পৃথিবী  সবার হাতের মঠও । মানুষ হচ্ছে ডিজিটাল ।বাড়ছে ডিজিটাল যন্ত। মানুষকে পহাতে হচ্ছে না আর ঝামেলা। সব কিছু যেন ঘরে  বস থেকেই করা সম্ভব হচ্ছে। বর্তমানে করোনা ভাইরাস নামক এই রোগ আটকে ফেলেছে মানুষ কে ঘড়ের মধ্যে। বাসায় বসে বসে ফুরাচ্ছি বিদ্যুৎ আসছে বিদ্যুৎ বিল ।বিদ্যুৎ বিল দিতে জেতে হবে আবার ব্যাংকে। এ যেন জিবনের একটা ঝুকি। তাইতো বিকাশ নিয়ে এল বাসায় বসে বিদ্যুৎ বিল দিয়ার পদ্ধতি ।

এখন বাসায় বসে বসে দিতে পারবেন বিদ্যুৎ বিল তাও নিজের হাতে। নেই কোন বারতি ঝামেলা নেই কোন বারতি খরচ ।আবার যদি বিকাশই কিছু টাকা ক্যাশব্যাক দেয় তাহলে তো আর কোন কথায় নাই। আপনিও যদি আমার মতো ৩৫ টাকা ক্যাশব্যাক নিতে চান তাহলে নিছের স্টেপ গুলো মনোযোগ দিয়ে অনুসরন করেন। আর আপনিও পেয়ে জান ক্যাশব্যাক।

কিভাবে পাবেন ক্যাশব্যাক  আপনি যদি ক্যাশব্যাক পেতে জান তাহলে অবশ্যই বিকাশ আপ্পস ব্যবহার করে বিদ্যুৎ বিল দিতে হবে ।যদি এখন আপানার বিকাশ আপ্পস না থাকে তাহলে  এখানে থেকে ডাউনলড করে ফেলেন ।আর যদি প্রথম বার বিকাশ অ্যাপ ব্যবহার করেন তাহলে তো ১০০ টাকা বুনাস সাথে সাথে থাকছেই।

বিকাশ অ্যাপ দিয়ে পল্লী বিদ্যুৎ বিলঃ

যদি বিকাশ অ্যাপ থাকে তাহলে অ্যাপ এ আপনার বিকাশ একাউন্ট দিয়ে লগিন করেন। 


লগিন করার পরে প্রে-বিল অপশনে কিল্ক করেন । প্রে-বিল এ কিল্ক করার পরে নিছের দিকে দেখেন  palli  bidyut bill  এ ক্লিক করুন। 



তার পরে আপানার কোন মাসের বিদ্যুৎ বিল সেই মাস সিলেক্ট করেন আর আপানার বিদ্যুৎ বিলের উপরে একটা এসএমএস অথবা একাউন্ট নাম্বার আছে সেই নাম্বার টা দিয়ে দেন। আপনাকে সাথে সাথে আপনার কত টাকা বিদ্যুৎ বিল তা আপনাকে দেখিয়ে দিবে।  
    


তার পরে আপানার বিদ্যুৎ বিলের সাথে আপনাকে দেখান বিদ্যুৎ বিল মিলে যায় তাহলে  tap to continue  করে সামনে আগান ।

সব ঠিক থাকলে আপনি আপনার গুপন পিন নাম্বার দিয়ে টেপ করেন আপনাকে বিল সফল হয়ছে এসএমএস করবে ।সাথে সাথে আপনাকে বিলের একটা রিসিভ দিয়ে দিবে।


বেশ আপনিও ঘরে বসে বিদ্যুৎ বিল দিয়ে দিলেন । আর আপনার বিদ্যুৎ বিল যদি ৩০০টাকার উপরে হয় থাকে তাহলে আপনি সাথে সাথে আর একটা এসএমএস পাবেন সেতা হল ৩৫ টাকা ক্যাশব্যাকের। 


তাহলে দিজিটাল হচ্ছে দেশ আপনি কেন হবেন না। ঝামেলা বিহিন কাজ করুন। সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন।