মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ  ভাবছেন এটা আবার সম্ভব নাকি। হুম্ম আমি বলছি এটাও এখন সম্ভব। কেননা আমরা এখন এমন একটা  পৃথিবীতে অবস্থান করছি সেখানে কোন কিছুই অসম্ভব না। আমরা প্রয়োজনের তাগিদে অনেক সময় ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে থেকি। কোন জবের আবেদন করতে আমাদের এখন রঙ্গন  ব্যাকগ্রাউন্ড সম্পৃর্ন ছবি প্রয়োজন পরে।

আপনি চাইলে এই কাজ এখন বাসায় বসেই সহজেই করতে পারেন। তাও আপনার হাতের মোবাইল দিয়েই। এখন আর লাগবে না কোন কম্পিউটার ,লাগবে না  কোন ফটোশপের মত ভারি বা দামি কোন সফটউওর । তো চলুন আজকে আমরা স্টেপ বাই স্টেপ শিখে নি কিভাবে  মোবাইল দিয়াই একটা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। জানতে হলে সম্পৃর্ন্য লিখাটা মনযোগসহ কারে পরতে হবে।

 

স্টেপঃ১

আমরা এই কাজটি  করব কোন মোবাইল অ্যাপ ব্যবহার না করেই। তাই আপনি নিচ্ছিত করেন নিবেন আপনার মোবাইল এ নেট কানেকশন আছে নাকি। যদি এই সকল কাজ সব ঠিক থাক থাকে তাহলে গুগল  এ সার্চ করেন  remove.bd ক্লিক । 




স্টেপঃ২ 

 remove.bd সার্চ করেই প্রথম লিংকটাই ক্লিক করে ধুকেন। তার পরে নিছের মতো একটা উন্ড পাবেন। যদি বাউজারের এই উন্ড ভাল না লাগে তাহলে  বাউজারের ডানে উপরে ডট ডট এ ক্লিক করে দেস্কটপ মোড করে নিবেন। তাহলেই এমন একটা উন্ড পাবেন। তার পর upload a Image  বাটুনে ক্লিক করে আপনি যে ছবিটর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবি টি সিলেক্ট করেন ।



স্টেপঃ৩ 

 ছবি সিলেক্ট করে আপলোড করে একটু অপেক্ষা করেন । দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়গেছে ।কি মজা এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ। 



আপনি লক্ষ করে দেখবেন এখন বেশির ভাগ চাকরির আবেদনে ছবির ব্যাকগ্রাউন্ড এ একটা সবুজ রং ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাইলে সেইটাও করতে পারবেন । ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে  রিমুভ করা ছবির উপরে দান পাশে ইডিট লিখা একটা বাটুন আছে ।সেখানে ক্লিক করে আপনিও আপনার মনের মত রং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড সাজাতে পারেন। 


স্টেপঃ৪

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড রং কাস্টুমাইজ করা হয়ে গেলে Download  বাটুনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড করা ছবিটি আপনার মোবাইলে সেভ করে নিন। 


উয়াও আপনিও আমাদের সাথে থেকে শিখে নিলেন মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।