খেলার ফলাফলঃ আর্জেন্টিনা-চিলি ১-১ ড্র

আরও একবার চিলির কাছে পরাস্ত আর্জেন্টিনা। মেসির গোলের পরও ১-১ এ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আলবেসিলেস্তাদের। চিলিয়ানদের হয়ে স্কোর করেছেন এডুয়ার্ডো ভার্গেস।

চলছে ফুটবলের আরেক আসর কোপা আমেরিকা ।এ জেনো ফুটবল বিশবকাপের থেকেও কোন অংশে কম নয়। আর যদি থাকে বিশ্বের শক্তি শালী কিছু দল তাহলে তো আর কোন কথায় নাই। কোপা আমেরিকা এর ২য় দিনে খেলা হয় আর্জেন্টিনা বনাম চিলি ।এ জেনো সমানে সমানে লোড়াই ।  

১২ মিনিটে লওতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন মেসি। কিন্তু চিলির তালা ভাঙতে পারেননি তিনি। ব্যর্থ মনোরথে ফিরতে হয় প্রতিপক্ষের বক্স থেকে। পাল্টা অ্যাটাকে এগিয়ে গিয়েছিলেন প্যালাসিও। কিন্তু ওতামেন্ডি ছিলেন সতর্ক প্রহরায়।

রিও ডি জেনেরিওতে আক্রমণাত্মক ফর্মেশনে আর্জেন্টিনা। স্ক্যালোনির কৌশলে  মাঝ মাঠ দখলে। মেসির আক্রমে সহজগী ছিলেন ।আর ফরোয়ার্ড লাইনে মেসির সঙ্গী দুজন। অন্য দিকে চিলি  আক্রমণভাগে ভার্গেসের সতীর্থ প্যালাসিও।

ম্যাছের শুরু থেকেই কি যেন অজানা ভয়ে কাবু  আকাশী-নীল শিবির। আক্রম করা থেকে নিজের দিয়াল ঠেকাতে  যেন ব্যাস্ত তারা। ৮ মিনিটে প্রথম পায়ে বল পান ক্ষুদে জাদুকর। কিন্তু সেটা উড়ে যায় টার্গেটের অনেক দূর দিয়ে।

১২ মিনিটে লওতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন মেসি।কিন্তু চিলির শক্ত দিয়াল ভেদ করতে পারেনি ফলে ব্যার্থ হয়ই ফিরতে হয় তাদের। পাল্টা অ্যাটাকে এগিয়ে গিয়েছিলেন প্যালাসিও। কিন্তু ওতামেন্ডি ছিলেন সতর্ক প্রহরায়।

তবে ৩৩ মিনিটে আর্জেন্টিনা ত্রাতা হয়ে আসেন তাদের অধিনায়ক। বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিক টা বারে লেগেও ঠিক বোকা বানিয়ে দেয় ক্লদিও ব্রাভোকে। উল্লাসে ফেটে পড়েন লিওনেল মেসি। দর্শকহীন নিল্টন সান্তোসেও উঠে আনন্দের জোয়ার।

গোলটা পেয়েই জেনো পান ফিরে পারন আর্জেন্টিনা । পরের মিনিটেই আবারো আক্রমণে উঠে মেসির শীষরা। কিন্তু বলটাকে লাইনে রাখতে পারেন নি লওতারো মার্টিনেজ। ফলে ১-০ গোল রেখেয় শেষ করতে হয় প্রথমার্ধ্ব শেষ করে আকাশী-নীল শিবির। ফিরে এসেই শুরু হয়  আক্রমন পাল্টা আক্রমন দিয়ে। তবে ফেরে এসে চিলি জেনো তাদের ডিফেন্স শক্ত করে ইস্পস্ত দিয়ে ।বার বার ব্যার্থ হয় ফিরে আস্তে হয় মেসিদের। ৫১ মিনিটে আর্জেন্টিনার দিয়াল ভেদ করে ডুকে পরে আরতুরো ভিদাল। এতে আর্জেন্টিনাও জবাবে বলে দিয়াল ভাংছিস ভাল ভিতরে জেতে পারবি না। ফলে আরতুরো ভিদাল আটকাতে যেয় ফেশে যায় পেনাল্টি চক্ক্রে। ভিদালের শট আটকে দেন মার্টিনেজ।আর্জেন্টিনার ভিত্তি জেনো এত শক্ত ভাঙ্গাই জাচ্ছিল না । মার্টিনেজ শট আটকে দিয়ে বলেন দিয়ালের শেষ্টা আরও শক্ত। চিলিও যেন হাল ছারতে নারাজ পেলান্ট শট আটকা পরার পরেই ২য় শটে বল জরায় গোলের জালে। 

৮০ মিনিটে নিজের পায়ের জাদু দেখান মেসি। কিন্তু, সতীর্থদের মধ্যে ছিলোনা জয়ের কোন তাড়না। আবারো মিস গনজালেজের। ইনজুরি টাইমে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো আর্জেন্টাইনদের সামনে, কিন্তু চিলির ডিফেন্স অভেদ্য।

শেষ পর্যন্ত ড্র মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। আরও একবার লাল দুর্গের দুয়ার ভাঙতে ব্যর্থ আর্জেন্টিনা।