বর্তমান বিশ্বে বিগত সালে বা বর্তমানে আমাদের কানে সংবাদ আসে বা ফেসবক বা ইউটিউবে দেখতে পাই ব্যাটারি blast এর মত অনেক ঘটনা।


স্মার্টফোন ব্যবহার করার সময় কিছু কিছু খারাপ অভ্যাসের কারনে মোবাইল ফোন blast  হয়ে থাকে। আর স্মার্টফোন এর টেকনিক্যাল সমস্যার করনে স্মার্টফোন blast হয়ে থাকে। [ভিডিও দেখুন]

আর তাই কি কি কারনে স্মার্টফোন blast হয় তা আমরা জানব :

স্মার্টফোন blast হওয়ার পিছনে একটি জিনিস সেটি হল ব্যাটারি। স্মার্টফোন  blast হলে সচারচ দেখা যাই ব্যাটারি blast হয়ে থাকে। 

১.চার্জার বা চার্জিং আডাপ্টার :

প্রতিটা ফোনের সাথে কিন্তু ফোন কম্পানিগুল একটি করে চার্জার ও ক্যাবল দিতে থাকে।জেটা ওই ফোনের জন্য মানসম্যত করে তৈরী করা হয়।আর সব সময় উচিত ওই চার্জার দিয়ে চার্জ করা। ওই চার্জার দিয়ে চার্জ করলে ব্যাটারি ভাল থাকে। অনের ফোন ব্যাবহার কারি কে দেখা যাই যে কোন চার্জার দিয়ে চার্জ করছে এর ফলে ব্যাটারি ফুলে যাই। ফোনের সাথে দেওয়া চার্জার যদি হারিয়ে যাই বা নস্ট হয়ে যাই এর বিকল্প হসাবে ওই কম্পানির একটা ভাল কিনে চার্জার করা।  ফোনের ব্যাটারি ফুলে গেছে বলে মনে হচ্ছে এই অবস্থাই তাড়াতাড়ি ব্যাটারি পরিবর্তন করা।


২. ফোন চার্জ অবস্থায় ব্যাবহার করা :

বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ফোন চার্জ অবস্থাই ব্যাবহার করছে। ফোন blast হওয়ার কারন গুলোর মধ্যে প্রধান করন হিসাবে ধরা যায়।অনেক কে দেখা যায় ফোন চার্জ অবস্থাই কথা বলছে বা গেমস খেলছে অথবা মভি। দেখা যাচ্ছে এই সব কারনে বেশির ভাগ সময় ফোন blast হচ্ছে।ফোন চার্জ দিয়ে ব্যাবহার করলে ফোন ও চার্জারের কম্বিনেশন ঠিক না হলে ব্যাটারি ব্লাস্ট হতে পারে। তাই ফোন চার্জ দিয়ে ব্যাবহার না করাই উত্তম।


৩.মোবাইল ফোন কথাই রেখেছেন :
আপনি মোবাইল ফোন কথাই রাকছেন সেটা দেখার বিষয়। মোবাইল ফোন ব্যাবহার করার সময় দাখা যাই রান্না ঘরে চুলার পাশে রাকছেন বা সূর্যের প্রখর তাপ পরছে এই রকম যাইগাতে রাকছেন। স্মার্টফোন ব্যাবহারের পর এমনি গরম হয়ে যাই আবার যদি গরম জাইগাই রাখেন তাহলে তো স্মার্টফোন টি এমনি ব্লাস্ট হবে 
তাই স্মার্টফোন আমাদের প্রতিনিয়তি দরকার। আর এই স্মার্টফোন ব্যাবহার করার সময় উপরিক্ত বিষয় গুলো এড়িয়ে চলা উচিত