রমজান মাস

রমজান মাস একটি আরবি মাসের নাম। রমজান সব্দের আর্থ বিরত থাকা পানাহা থাকা ইত্যাদি।আথাৎ সূর্য উঠা থেকে ডুবা পযন্ত কিছু না খাওয়া বুঝাই। রমজান মাস একটি ফজলতের মাস বলা হয়।

রমজানের ফজিলত

রাসুল (সঃ) বলেন যে ব্যাক্তি ৩০টি রোজা রাখার নিয়ত করল এবং ৩০টি রজা রাখল আল্লহ তায়ালা তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। 

রমজানের পূর্বপ্রস্তুতি

হযরত উম্মে সালমা (র.) বর্ননা করেন রাসুল (স.)বলেছেন রজব আল্লাহ মাস আর সাবান আমার মাস এবং রামজান আমার উম্মতের মাস।হযরত আয়েশা (র.) বর্ননা করেন রাসুল (স.) বলেছেন যারা রজব মাসে ভূমি কর্ষন করল না শাবান মাসে বীজ বপন কর না। তারা রমজান মাসে ফসল তুলতে পারবে না। নবীজি (স.) রজব মাসে ১০ টি ও শাবান মাসে ২০টি রোজা রাখতেন যাতে রমজান মাসে রোজা রাখতে সহজ হয়।








ইফতারের দুয়া

ইফতারের দুয়া নিয়ে অনেক মত পার্থক্য আছে। তবে কোরানের ও হাদিতের আলকে জাকির নায়েক বলেন রাসুল (স.) বিসমিল্লা বলে ইফতার করতেন।  ভিডিও দেখুন

সেহেরি ও ইফতাতের সময়

চলতি বছরের রমজান মাসের সেহেরি ওইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ড্রশান (ইফা) চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে রিমজান সুরু হবে।সময় সূচিঅনুযায়ী ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকার সেহেরি সেষ সময় ৪ঃ১৫ ও ইফতারের সময় ৬ঃ২৩ ।তবে দূর অনুযায়ী ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ১১ মিনিট পযন্ত যোগ ও ১০ মিনিট বিয়োগ করে দেশের বিভিন্ন স্থানের মানুষ ইফতার করতে পারবেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশান