bangladesh vs england


বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। বাংলাদেশ কে হারিয়ে প্রথম জয় তুলে নিলেন ইংলেন্ড আই সি সি ট্রি ২০ বিশ্ব কাপে। এই জয়ের মধে দিয়েই ভিত্তি সক্ত করল ইংলেন্ড । 
টস জিতে ব্যাটিং নিয়ে ইংলিশ বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।ম্যাচে যেন কেউ দারাতে পারেনি শক্ত হয় । যেন খেলছিল আশা আর যাও। 
ম্যাচের প্রথম অপিনিং জুতি যেন ভেঙ্গে পরে খুব সহজেই। লিটন দাসের নরভরে ব্যাটিং যেন বুঝেই গেছিল ইংলিশেরা ।তাই তো লিটনকে বিদায় নিতে হয় ৯  রানেই। 

৯, ৫, ৪, ২৯, ১৯, ৫-এই সংখ্যাগুলোই ইংল্যান্ডের বিপক্ষে টাইগার ব্যাটসম্যানদের রান সংখ্যা! অবাক করা হলেও ইংলিশদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে স্কোরবোর্ডের চিত্র ছিল এমনই। ব্যাটিংয়ে নেমে শুরুটা আশানুরূপ হয়নি। দলীয় ১৪ রানেই ফিরে যান দুই ওপেনার লিটন দাস আর নাঈম শেখ। ব্যক্তিগত ৯ রান করে বিদায় নেন লিটন দাস।
এর পরে মাঝখানে এসে মুসফিকুর একটু খুটি গেরে দারিয়েছিল । তার পরেও ২৯ রানে নিজেকে বিদায় নিতে হয় তাকেও। এভাবে ঝরের মাঝেও যেন ১৯ নাম্বার অভারে নাসুমের দুই ৬ আর ১ চারে দলিও রান দারায় ১১৯। বাংলাদেশ নির্ধারিত ওভার শেষ করে ১২৪ রানে দারা দলিও রান। 
 
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে ইংলিশরা। পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তুলতে থাকে দুই ওপেনার জস বাটলার এবং জেসন রয়। দু‌'জন মিলে গড়েন ৩৯ রানের জুটি। তবে এই জুটি ভাঙেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। তার বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে বাটলার করেন ১৮ রান। 
এরপর ক্রিজে আসেন দাওয়িদ মালান। জেসন রয়ের সঙ্গে জুটি বেঁধে টাইগার বোলারদের হতাশ করে দ্রুত রান তুলতে থাকেন তারা। ফিফটি তুলে নেন জেসন রয়। ৩৮ বলে ৬১ রান করে শরিফুলের বলে আউট হয়ে ফিরে যান তিনি। এছাড়া মালানের ব্যাট থেকে আসে ২৮ রান। 
এ যেন ইংলেন্ডের একটা ছোট ম্যাচ । ২ উইকেট হারিয়ে ১৪ ওভার ১ বলেই তুলে নেন সহজ জয় । বাংলাদেশের কাছে একটা চাপ হয়ে গেল পয়েন্ট টেবিলে নিজেদের ধরে রাখা।